Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় বাড়ী বাড়ী গিয়ে টাকা আদায়কালে প্রতারক আটক

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা ঃ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর স্টাফ পরিচয় দিয়ে গ্রাহকদের বাড়ী বাড়ী গিয়ে প্রতারণা করে বিলের টাকা আদায় করার সময় রমিজ উদ্দীন নামের এক যুবককে আটক করেছে লোকজন। তাকে পটিয়াস্থ পল্লী বিদ্যুৎ সমিতিতে আনার পর পিটুনি দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা পুলিশের হাতে তুলে দিয়েছে। রমিজ উদ্দীন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বানিয়ারছড়া গ্রামের আকতার আহমদের পুত্র বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০/১২ দিন ধরে একটি প্রতারক চক্র পল্লী বিদ্যুৎ সমিতির স্টাফ পরিচয় দিয়ে বাড়ী বাড়ী গিয়ে গ্রাহকদের নিকট থেকে বিলের টাকা আদায় করে প্রতারণামূলক আত্মসাৎ করে আসছিল। কিন্তু প্রতারিত গ্রাহকগণ বিলের টাকা জমা হয়েছে কিনা অফিসে যাচাই করতে এসে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। গতকাল রবিবার সকাল ১১টার সময় প্রতারক রমিজ উদ্দীন উপজেলার শাহগদী মার্কেট এলাকার আমিনুর রহমানের মায়ের থেকে ৫৩৯ টাকা প্রতারণামূলক অর্থ আদায়কালে আমিনুর রহমান এসময় বাহির থেকে উপস্থিত হয়ে রমিজের প্রতি সন্দেহ হয়। সে কৌশলে রমিজকে পল্লী বিদ্যুৎ অফিসে নিয়ে আসলে পল্লী বিদ্যুতের লোকজন তাকে আঁটকিয়ে পিটুনি দেয়। রমিজ জানায়, তারা ৪ ভাই অন্য ভাইয়েরা দোকান ও চাকরি করে থাকে। সে কোন চাকরি না পেয়ে কয়েকদিন যাবত এ কাজে পা বাড়িয়েছে। রমিজ অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ