Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সংসদে পানি সম্পদমন্ত্রী সুন্দরবন রক্ষা করবে গঙ্গা ব্যারাজের পানি

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সংসদ রিপোর্টার : পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, গঙ্গা ব্যারেজ নির্মিত হলে গঙ্গা নির্ভর এলাকায় ১২৩টি আঞ্চলিক নদীতে পানি প্রবাহ অক্ষুণ রাখাসহ সুন্দরবনের জীববৈচিত্র ও বনজ সম্পদ রক্ষার কাজে ব্যবহারিত হবে। গতকাল রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
পানি সম্পদমন্ত্রী জানান, বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের পানি সমস্যার সমাধানসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীসমুহে নব্যতা সৃষ্টি, লবণাক্ততার পরিমাণ হ্রাসকরন, গ্রাউন্ড ওয়াটারে রিচার্জ, বিদ্যুৎ উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ প্রতিবেশ ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সরকার গঙ্গা ব্যারেজ সমীক্ষা প্রকল্প গ্রহণ ও তা সমাপ্ত করণের মাধ্যমে গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের প্রস্তুতি শুরু করেছে। ইতোমধ্যেই প্রকল্পের ডিপিপি প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের প্রস্তাবিত গঙ্গা ব্যারেজের ভারতীয় অংশে প্রভাব নিরূপণের জন্য ৮ সদস্যের ভারতীয় কারিগরি দল ২৪-২৮ অক্টোবর ২০১৬ বাংলাদেশ ভ্রমণ করেন। বাংলাদেশ ও ভারতের কারিগরি দল কর্তৃক বাংলাদেশের প্রস্তাবিত গঙ্গা-পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শন ও ২৭ অক্টোবর ২০১৬ তারখের বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী বাংলাদেশের প্রস্তাবিত পদ্মা-গঙ্গা ব্যারেজ প্রকল্প সম্পর্কিত টেকনিক্যাল সাব-গ্রæপ ইতোমধ্যে গঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গঙ্গা ব্যারেজ নির্মিত হলে গঙ্গানির্ভর এলাকায় ১২৩টি আঞ্চলিক নদীতে পানি প্রবাহ অক্ষুণœ রাখা সম্ভব হবে জানিয়ে মন্ত্রী বলেন, জলাধারের পানি প্রকল্প এলাকায় সারা বছর সেচ, মৎস্য সম্পদ উন্নয়ন, জলবিদ্যুৎ উৎপাদন, নৌ-পরিবহন, লবণাক্ততা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং প্রকল্প এলাকায় প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারসহ সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষার কাজে ব্যবহৃত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংসদ

১৬ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ