পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন বসবে আগামী ৫ জানুয়ারি। ওইদিন বিকেল ৪টায় অধিবেশনের বৈঠক আহ্বান করেছেন বিচারপতি মো. আবদুল হামিদ। এটি একাদশ সংসদের ২১তম অধিবেশন।
সংবিধানের ৭২ নম্বর অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডেন্ট এই অধিবেশন আহ্বান করেছেন বলে গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্য-বাধকতা রয়েছে।
নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর দিন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। এরপর সংসদ সদস্যরা অধিবেশন জুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। বছরের প্রথম অধিবেশনের শুরুর দিনে সংসদ ভবনে আগমনে ফুল দিয়ে প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানানো হবে।
একাদশ সংসদের ২০তম অধিবেশন গত ৩০ অক্টোবর শুরু হয়। মাত্র ৬ কার্যদিবসের এ অধিবেশনে ৪টি বিল পাস হয়। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য প্রাপ্ত ৪৪টি প্রশ্নের মধ্যে ১৮টির উত্তর দেন প্রধানমন্ত্রী। অন্য মন্ত্রীদের জন্য এক হাজার ১৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তারা উত্তর দেন ৪৩৯টির। বিধি-৬২ তে একটি মুলতবি প্রস্তাব পাওয়া গেলেও তা নাকচ করেন স্পিকার। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের ৯১টি নোটিশ পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।