বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজাপুর উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম ইউএনও কার্যালয়ে গতকাল শনিবার সকাল থেকে শুরু হয়েছে। হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে এ যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। গত ২৬ জানুয়ারি ঝালকাঠিসহ আট জেলার বাছাই কমিটিতে স্থগিতাদেশ দেন হাইকোর্ট। শনিবার সকালে শুরু হওয়া এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করছেন এ কমিটির জেলা সভাপতি খন্দকার শফিকুল আলম, সদস্য জামুকার প্রতিনিধি হিসেবে আরশাব আলী খলিফা, স্থানীয় এমপির প্রতিনিধি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইউএনও আফরোজা বেগম পারুল, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেনে নূর হোসেন, সমাজসেবা কর্মকর্তা ভবানী শঙ্কর বল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু ও ডেপুটি আবদুল জলিল। সূত্র জানায়, উপজেলার ছয় ইউনিয়নে মোট অনলাইনে ৪৪২ জন আবেদন করেছেন। এর মধ্যে নতুন ৩৯৭ জন এবং পুরাতন ৪৫ জন। গতকাল শনিবার সাতুরিয়া ইউনিয়নের আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়েছে। এ ইউনিয়ন থেকে ৮১ জন আবেদন করেছেন। শনিবার বিকেল ৩টা ৩৪ মিনিটে মুঠোফোনে কমিটির জেলা সভাপতি খন্দকার শফিকুল আলম জানান, এ পর্যন্ত ১৮টি আবেদন যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে কয়েকটি বাতিল হয়েছে এবং কয়েকটিতে আপত্তি রয়েছে। হাইকোর্টের নির্দেশের ব্যাপারে খন্দকার শফিকুল আলম বলেন, ‘আমরা অফিশিয়াল কোনো নির্দেশনা বা চিঠিপত্র পাইনি, তাই পূর্বের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছি। এ ব্যাপারে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী জানান, যাচাই-বাছাই কার্যক্রমে হাইকোটের বন্ধের কোনো নির্দেশনা আমরা পাইনি। বিষয়টি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে জেনে দেখা হচ্ছে বলেও জানান তিনি। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণায়লের গেজেট গোপালগঞ্জের কোটালীপাড়ার মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার আবদুল মালেককে বাদ দিয়ে ডেপুটি কমান্ডার মো. মজিবুল হক মিয়াকে কমিটিতে রাখা হয়। এ কারণে গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আবদুল মালেক। রিট আবেদনের প্রাথমিক শুনানি করে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ বৃস্পতিবার ঝালকাঠি, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, গাইবান্ধা, নীলফামারী ও সিলেট এ আট জেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিতের নির্দেশ প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।