Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনা এইচপিএল ফুটবল

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কুমিল্লার মেঘনায় গতকাল শুরু হয়েছে হরিপুর প্রিমিয়ার ফুটবল লিগ। উদ্বোধনী দিন বন্ধু একাডেমি ২-০ গোলে হিন্দুপাড়া ফুটবল একাডেমিকে, ওয়ান্টেড গ্রæপ ১-০ গোলে গোবিন্দপুর টিউটোরিয়ালকে, জুনিয়র গ্রæপ ১-০ গোলে নন স্টপ গ্রæপকে হারায়। সেভেন স্টার ও নাইন স্টার গ্রæপের খেলা গোলশূন্য ড্র হয়। লিগে ১০টি দল দুই গ্রæপে ভাগ হয়ে খেলছে। ‘ক’ গ্রæপে রয়েছে- গোবিন্দপুর টিউটোরিয়াল, নন স্টপ গ্রæপ, জুনিয়র গ্রæপ, ওয়ান্টেড ও তুজ্জয় রাইডার্স। ‘খ’ গ্রæপের দলগুলো হলো- হিন্দুপাড়া ফুটবল একাডেমি, সেভেন স্টার গ্রæপ, আবদুল্লা একাদশ, নাইন স্টার ও বন্ধু একাডেমি। প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মানিক, গাজীউল হক, কামাল হোসেন, ফাউন্ডেশনের সদস্য সচিব শফিক কলিম ও মেঘনা ফুটবল একাডেমির পরিচালক প্রকৌশলী গাজী মো. আজহারুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেঘনা এইচপিএল ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ