নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের সভায় নাটকীয় পরিবর্তন এসেছে। ৪ মাস পর অনুষ্ঠিত গতকালকের সভার লম্বা আলোচ্যসূচিতে ছিল না কমিটিতে রদ-বদল ইস্যু। তবে সভার শেষ পর্যায়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি তিনটি কমিটিতে পরিবর্তনে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত বোর্ড সভায় ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদ থেকে আকরাম খানের পরিবর্তে বাংলাদেশের অভিষেক টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে বিসিবি’র গুরুত্বপূর্ণ কমিটি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছিল। দুর্জয়ের আমলে বাংলাদেশ ক্রিকেট দল ঈর্ষণীয় সাফল্য পেলেও ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধানের পদ থেকে তাকে সরিয়ে দিয়ে সাবেক অধিনায়ক আকরাম খানকে স্থলাভিষিক্ত করা হয়েছে। টুর্নামেন্ট কমিটির প্রধান পদে আকরাম খানের স্থলে দায়িত্ব দেয়া হয়েছে পাবনার কাউন্সিলর এবং বিসিবি’র পরিচালক শফিকুল ইসলাম স্বপনকে। তবে দুর্জয়কে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিলেও অন্য কোন কমিটিতে তার দফতর বন্টন করা হয়নি !
ক্রিকেট অপারেশন্স কমিটি এবং টুর্নামেন্ট কমিটি প্রধানের পদে রদ-বদল ছাড়াও পরিবর্তন এসেছে লজিস্টিকস এন্ড প্রটোকল কমিটিতে। অস্থায়ী কমিটি থেকে শুরু করে বর্তমান নির্বাচিত কমিটির প্রথম দিন থেকে লজিস্টিক কমিটির চেয়ারম্যান পদে বহাল ছিলেন ডা. আই এইচ মল্লিক। গতকাল তার পরিবর্তে সর্বশেষ ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেলকে লজিস্টিকস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। ডিসিপ্লিনারী কমিটির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে বিসিবি’র সহ-সভাপতি এবং চট্টগ্রামের মেয়র আ.জ.ম নাছিরউদ্দিনকে।
গত অক্টোবরে অনুষ্ঠিত সর্বশেষ বোর্ড সভাটি গরম হয়ে ওঠার কথা ছিল, ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাইমুর রহমান দুর্জয়ের সঙ্গে কোচ হাতুরুসিংহের টাগ অব ওয়ারকে কেন্দ্র করে বিসিবি সভাপতির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের পদ ছাড়তে চেয়ে মিডিয়ায় তার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তবে ওই সভার পূর্বক্ষনে বিসিবি’র ক’জন পরিচালকের মধ্যস্থতায় নাইমুর রহমান দুর্জয়ের ক্ষোভ প্রশমন করলেও সম্প্রতি এফটিপি নিয়ে মিডিয়ায় বিসিবি’র অবস্থান নিয়ে প্রশ্ন তোলায় ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান পদে পরিবর্তন এসেছে বলে মনে করছেন ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কেউ কেউ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি’র এক পরিচালক জানিয়েছেনÑ ‘বিসিবি’র এজেন্ডাতে বিষয়টি ছিল না। মিটিংয়ের শেষ পর্যায়ে প্রেসিডেন্ট নিজেই সিদ্ধান্তটি জানিয়েছেন। উনি বলেছেন, তিন-চার মাস পর পর কমিটিতে পরিবর্তন আনা দরকার। তাছাড়া অনেকে কোন কমিটিতে নেই, তারাও কমিটিতে আসার সুযোগ পাবেন।’
তবে এজ গ্রæপ ডেভেলপম্যান্ট কমিটির প্রধান পদ থেকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সূচারুভাবে পালনের পর সেই কমিটি থেকে সরিয়ে দেয়ায় দুর্জয় নিজেই বিস্ময় প্রকাশ করেছেনÑ ‘সভার আগে এ নিয়ে কোন কিছু আলোচনা হয়নি। বিষয়টি আমার জানা ছিল না। পরিবর্তন চলমান প্রক্রিয়া। যদি ধরা হয়ে থাকে গত বছর বাংলাদেশ ক্রিকেট দল সর্বোচ্চ সাফল্য পেয়েছে, তাহলে কিন্তু আমিও সফল।’
তিনটি কমিটিতে পরিবর্তনের সপক্ষে বিসিবি সভাপতির যুক্তিÑ‘ আমি কম্পিটিশন করতে চাচ্ছি। স্ট্যান্ডিং কমিটি সমূহে ৩-৪ মাস পর পর পরিবর্তন করি। এবারও পরিবর্তন করা হয়েছে। দূর্জয়ের পরিবর্তে আকরাম খান। এর মধ্যে নতুন দুইজন ঢুকেছে। যারা নাকি আগে ছিলো না। আমরা ঠিক করেছি পরবর্তিতে তাদের সুযোগ করা হবে। এখন পর্যন্ত অনেকে সুযোগ পায়নি। কমিটিতে সুযোগ দেয়ার জন্য যোগ্যতা দেখা হয়, নাকি কেবল সবাই সুযোগ দেয়াটাই গুরুত্বপূর্ণ। তাছাড়া সুযোগ না দিলে তো বোঝা যাবে না। যোগ্য হলে তো কথাই নেই। সবাই ঘুরে ফিরে দায়িত্ব পাবেন। নির্দিষ্ট করে কেউ থাকছে না। এখানে (ক্রিকেট অপারেশন্স) একজন খেলোয়াড় থাকাই ভালো। এখানে দুর্জয় আসতে পারতো। আকরাম বা সুজনও আসতে পারতো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।