Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনছারুল্লাহ বাংলাটিমের দুই সদস্য রিমান্ডে

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার আনছারুল্লাহ বাংলাটিমের দুই সদস্যকে আলাদা দুই মামলায় ১০ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন। আসামিরা হলেন শাহীন আলম ও শাহ আলম। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ফজলুর রহমান আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিশেষে সন্ত্রাসবিরোধী আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুই মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের শাহ আলম ও শাহিন আলম প্রত্যেকের পাঁচ দিন করে ১০ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়। এ ছাড়া পুলিশের ওপর হামলার মামলায় আসামি হানিফকে এক দিন এবং মুশফিকুর ও গাজী মাহমুদুলাহকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনছারুল্লাহ বাংলাটিমের দুই সদস্য রিমান্ডে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ