বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : মাঝিসহ চল্লিশজন যাত্রী নিয়ে কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া নৌকার এক নারী যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বাকি ৩৯ জনকে জীবিত উদ্ধার করা গেছে। বুধবার সন্ধ্যায় নৌকা ডুবির পর রাতে তাদের উদ্ধার করা হয়। নিহত রিনা দাশ (৪০) পানিতে ভেঁসে উঠে। পতেঙ্গা ১১ নম্বর ঘাট থেকে নদী পার হওয়ার সময় অন্য পাড়ে মেরিন একাডেমি ঘাট সংলগ্ন এলাকার কাছাকাছি গিয়ে নৌকাটি ডুবে যায়।
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নদী থেকে উদ্ধারের পর ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ বলেন, রাত সোয়া ৯টার দিকে রিনা দাশকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিনা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি এলাকার অধীর দাশের স্ত্রী।
নৌকাটির আরও দুই যাত্রীকে নদী থেকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন মো. রুবেল (২০)। অন্যজন ৪০ বছর বয়সী এক পুরুষ, তার নাম জানা যায়নি। তারা চিকিৎসাধীন বলে জানান নায়েক হামিদ।
ডুবে যাওয়া নৌকার যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠেছেন বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফীন জুয়েল। মাঝি-মাল্লারাও বেশ কয়েকজনকে উদ্ধার করে। রাত ১০টার পর আশেপাশে তল্লাশি অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক বলেন, অধিকাংশ যাত্রী সাঁতরে উঠে গেছে বলে জেনেছি। কেউ নিখোঁজ আছে কি না, সেজন্য তল্লাশি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।