Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করদাতাদের হয়রানি না করার অঙ্গীকার এনবিআরের

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : এনবিআর করদাতাদের হয়রানি না করার অঙ্গীকার নিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবারের কাস্টমস দিবসের মূল চেতনা। বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশের কাস্টমস পরিবারের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ কাস্টমসও আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়েছে। ঢাকাসহ সারাদেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিবসটির উদযাপন করছে সংস্থাটি।
এ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় সেগুনবাগিচাস্থ জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে দিবসের র‌্যালীর উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক কাস্টমস দিবসে জাতীয় রাজস্ব বোর্ডের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর অঙ্গীকার হবে, দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে করদাতাদের কাক্সিক্ষত সেবা দেয়া। দেশের জন্য পর্যাপ্ত রাজস্ব আহরণ করা। করদাতাদের করসেবা দেয়ার ক্ষেত্রে কোনও ধরনের হয়রানি না করে তাদের সঙ্গে সব সময় বন্ধুসুলভ ও সৌজন্যমূলক ব্যবহার করা।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় খালেদ মাসুদ পাইলট প্রমুখ
প্রসঙ্গত, প্রতিবছর ২৬ জানুয়ারি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডবিøউসিও) সদস্যভুক্ত বাংলাদেশসহ ১৭৯টি দেশে দিবসটি পালিত হচ্ছে। কম খরচ ও দক্ষতার সঙ্গে সমন্বিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেবার লক্ষ্যে এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘তথ্য-উপাত্তের পর্যালোচনা, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনবিআরের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ