Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনবিআরের প্রাক-বাজেট আলোচনা শুরু ২৭ মার্চ

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : জনকল্যাণমূলক, সুষম, জন অংশীদারমূলক জাতীয় বাজেট প্রণয়নের উদ্দেশে আগামী ২৭ মার্চ ২০১৬-১৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সময়সূচি অনুযায়ী অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই প্রাক-বাজেট আলোচনা শুরু হবে।
গতকাল বুধবার এনবিআরের শুল্ক, গোয়েন্দা ও নিরীক্ষা বিভাগের প্রথম সচিব ও প্রধান বাজেট সমন্বয়কারী মোহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে প্রাক-বাজেট আলোচনার সময়সূচি জানা গেছে।
রাজধানীর সেগুন বাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রতিটি আলোচনা সভায় সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। ২৭ মার্চ শুরু হওয়া প্রাক বাজেট আলোচনা চলবে আগামি ১২ মে পর্যন্ত। পর্যায়ক্রমে বিভিন্ন খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা করবেন এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এনবিআরের তালিকা অনুসারে ২৭ মার্চ দুপুর ২টায় অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে বাজেট আলোচনা শুরু হচ্ছে। এদিন বাংলাদেশ অর্থনীতি সমিতি, ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি), বাংলাদেশ গবেষণা উন্নয়ন সংস্থা (বিআইডিএস), সেন্ট্রার ফর পলেসি ডায়লগ (সিপিডি), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি)সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা হবে।
এছাড়া এনবিআরের তালিকা অনুসারে প্রাক-বাজেটের আলোচনা সূচি হবে- ২৯ মার্চ সকাল ১১টায় হোটেল, রেস্টুরেন্ট, গেস্টহাউজ ও বিবিধ সেবা খাত, কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন খাত এবং ওষুধ, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি। ৩০ মার্চ সকাল ১০টায় নির্মাণ, ইট-বালু-সিমেন্ট, লৌহ, সেনেটারী, হার্ডওয়ার, রিহ্যাব, ওষুধ, রাবার, প্লাস্টিক, বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প খাত এবং ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান।
৩১ মার্চ সকাল ১১টায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিএন্ডএফ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম, বিভাগীয় কমিশনার ও চট্টগ্রামের সকল ডিসি। ১৩ এপ্রিল বাংলাদেশ ইকোনমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ), প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াসহ অন্যান্য গণমাধ্যম প্রতিনিধি।
১৭ এপ্রিল বিকেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ১৮ এপ্রিল বিকেলে- ফরেইন ইনফেষ্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বার্স অব কমার্স ও প্রধান প্রধান ওমেন চেম্বার। ১৯ এপ্রিল- বন্ড ও সুবিধাবিহীন রপ্তানি খাত, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিপিজিইএ, পাট, বস্ত্র ও সুতা এবং বন্ডসুবিধা-সংক্রান্ত রপ্তানি (পোশাক, নিটওয়্যার, কম্পোজিট ও প্যাকেজিং) খাত।
২০ এপ্রিল সকালে- খুলনা চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, বিভাগীয় কমিশনার ও খুলনা বিভাগের সকল ডিসি। ২১ এপ্রিল বরিশাল চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিভাগীয় কমিশনার ও বরিশাল বিভাগের সকল ডিসি। ২৪ এপ্রিল সকাল ১১টায় বাংলাদেশ সিগারেট ম্যান্ফ্যুাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিরামিক ওয়্যারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।
২৫ এপ্রিল বিকেল ৩টায়- কৃষি ও পোল্ট্রি, তেল, গ্যাস, খাদ্য ও পানীয়, কেমিক্যালস, পেইন্ট, বার্নিশ, চামড়া, কসমেটিকস, টয়লেট্রিজ ও জয়েলারী সমিতি। ২৬ এপ্রিল বিকেল ৩টায়Ñ ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আইসটি ও টেলিযোগাযোগ, অটোমোবাইল ও ট্রান্সপোর্ট খাত, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যাল ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা), বাংলাদেশ মটর সাইকেল ও ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন।
৫ মে সকাল ১১টায় সিলেট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগের সকল ডিসি। ৮ মে সকাল ১১টায়- আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা, লিজিং ও মার্চেন্ট ব্যাংক, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও এসএমই ফাউন্ডেশন। ৯ মে বিকাল ৩টায়- সিএন্ডএফ, শিলিং, ফ্লেইট ফরওয়ার্ডিং, ট্রাক্স ল ইয়ার্স, ইন্ডেটরস। ১১ ও ১২ মে রাজশাহী ও রংপুর চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিভাগীয় কমিশনার ও ওই দুই বিভাগের সকল ডিসি। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সংগঠনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাজেট আলোচনা করবে এনবিআর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনবিআরের প্রাক-বাজেট আলোচনা শুরু ২৭ মার্চ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ