Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

র‌্যাপিডের তৃতীয় জয়

মোহাইমেনের সেঞ্চুরি, রতনের ৫ উইকেট

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয়খরায় থাকা র‌্যাপিড ফাউন্ডেশন অবশেষে পৌঁছেছে কাক্সিক্ষত লক্ষ্যে। গতকাল জুবায়েদুর রহমানের ব্যাটে ভর করে ধানমÐী প্রগতি সংঘকে ৬৫ রানে হারিয়েছে দলটি। ৮ ম্যাচে এটি তাদের ৩য় জয়। বিকেএসপি-ফোরে প্রথমে ব্যাট করতে নেমে জুবায়েদের দুর্দান্ত ৯৭ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে র‌্যাপিড। জবাবে ৪৭.৩ ওভারে ১৮৩ রানেই গুটিয়ে যায় প্রগতির ইনিংস। দিনের অন্যান্য ম্যাচে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে কালিন্দি ক্রীড়া চক্রকে (২৮.৫ ওভারে ১২৬/১০) ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে উত্তরা স্পোটিং ক্লাব (৫০ ওভারে ৩০০/৮)। আশিক সর্বোচ্চ ৯০, মোজাহেদ করেন ৮২ রান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহাইমেনুল ইসলামের সেঞ্চুরিতে (১০০) আজাদ সেúার্টিং ক্লাবের বিপক্ষে (৫০ ওভারে ২৩৪/৭) ৮ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে ইয়ং পেগাসাস (৫০ ওভারে ২৪২/৮), ফতুল্লা আউটারে সূর্য্য তরুণকে (৪৯.৫ ওভারে ২০০/১০) ২ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব (৪৯.২ ওভারে ২০১/৮) এবং বিকেএসপি-থ্রিতে সিটি ক্লাবের (৪৮.২ ওভারে ১৯৪/১০) বিপক্ষে রতন দাসের (৫/৪৬) দূর্দান্ত বোলিংয়েও ৩ রানের হার এড়াতে পারেনি ওরিয়েন্ট সেúার্টিং ক্লাব (৪৯.২ ওভারে ১৯১/১০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাপিডের

২৭ জানুয়ারি, ২০১৭
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ