Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্লোবাল কটন সামিট শুরু আজ

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : গ্লোবাল কটন সামিট শুরু হচ্ছে আজ শুক্রবার। রাজধানীর র‌্যাডিসন হোটেলে ‘টেক্সটাইল ও তুলা খাতের সর্ববৃহৎ প্রদর্শনী ‘গ্লোবাল কটন সামিট-২০১৭’ শীর্ষক নামে এটি অনুষ্ঠিত হবে। দুই দিনের এই সামিটে বাংলাদেশ, ভারত, সুদান, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, মালি, বুরকানাফাসো, চাদ, তুরস্ক, ইরান, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ অংশ নেবে। যৌথভাবে সামিটের আয়োজন করছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ)। আজ সকাল ১০টায় সামিটের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন বলেন, ‘তুলা আমদানিতে কোনো একটি দেশের ওপর নির্ভরশীল না থেকে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ তৈরির লক্ষ্যে এ সামিট আয়োজন করা হয়েছে। অর্গানিক কটন আমদানিতে আমরা ভারতের ওপর শতভাগ নির্ভরশীল। অন্যান্য দেশে সোর্স তৈরি করা এবারের সামিটের অন্যতম লক্ষ্য।’ মোহাম্মদ আলী আরো বলেন, ২০২১ সালে বাংলাদেশ টেক্সটাইল ও পোশাক রপ্তানি থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির স্বপ্ন দেখছে। তা বাস্তবায়ন করতে হলে ইয়ার্ন ও ফেব্রিকের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। সুতা তৈরির প্রয়োজনীয় কাঁচা তুলার সোর্স এবং সাপ্লাই অক্ষণœ রাখতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্লোবাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ