Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজকুমারীর ৩ দিনের টয়লেট ব্যয়

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের রাজকুমারী মাহা সাকরি সিরিনডেহোরম খুব শিগগির কম্বোডিয়া সফরে যাবেন। যে স্থানে তিনি যাবেন সেটি হলো রাতানাক্কি প্রদেশের লেক ইয়াক লাওম। লেকের কাছে এক টুরিস্ট স্পট, তা অরণ্যবেষ্টিত ও সুদৃশ্য, যদিও স্থানটি থাইল্যন্ডের সবচেয়ে দরিদ্র প্রদেশের। ৩ দিনের সফরে রাজকুমারী টয়লেটের যে রেলিং ধরে উঠবেন তা হবে রূপালি পাতে তৈরি। কম্বোডিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজকুমারীর সেখানে যাবার আগেই তার জন্যই শুধু টয়লেটটি নির্মাণ করা হবে, যার ব্যয় ধরা হয়েছে ৪০ হাজার ডলার। টয়লেটটি হবে ইয়ারকন্ডিশন করা ও আরামাদায়ক। টয়েলেট তৈরি করতে ব্যাংকক থেকে মালামাল আনা হবে। এই ব্যয়বহুল টয়লেটটি নির্মাণের ব্যাপারে বেশ বিতর্কের সৃষ্টি হলেও সরকার তা নীতিগতভাবে গ্রহণ করেছে। উল্লেখ্য, রাজকুমারী কম্বোডিয়া থেকে বিদায় নেয়ার পরে টয়লেটটি কেউ যাতে আর ব্যবহার করতে না পারে তাই ভেঙে ফেলা হবে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজকুমারীর ৩ দিনের টয়লেট ব্যয়

২৩ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ