Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাম্পাসে ফিরলো অভিযুক্ত ৫ ছাত্র

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ফিরে এসেছেন কথিত রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত পাঁচ ছাত্র। ২০০১ সালে পার্লামেন্ট ভবনে হামলার দায়ে মৃত্যুদ-প্রাপ্ত আফজাল গুরুর স্মরণে আয়োজিত সমাবেশে ভারতের অখ-তাবিরোধী সেøাগান দেয়ার অজুহাতে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে বিজেপি সরকার। সরকারের অভিযোগ, জেএনইউ ক্যাম্পাসে গত ৯ ফেব্রুয়ারি রাতে রাষ্ট্রবিরোধী স্লোগান দেয় ওমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য, আশুতোষ কুমার, অনন্ত প্রকাশ নারায়ণ, রিয়াজুল হক ও রামা নাগ। পুলিশ নাম ঘোষণার পর থেকে আত্মগোপনে ছিলেন এই পাঁচ ছাত্র। ভারতের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, রোববার রাতে ক্যাম্পাসে ফিরে আসেন ওই ছাত্ররা। রাতেই তারা সেখানে একটি সমাবেশে ভাষণ দেন। ‘বিশ্ববিদ্যালয়ে আঘাত করার জন্য একটি অজুহাতের প্রয়োজন ছিল। আর এর জন্য ৯ তারিখের সমেবেশকে বেছে নিয়েছে সরকার’, বলেন ওমর খালিদ। সমাবেশ থেকে কানহাইয়া কুমারের মুক্তির দাবি জানান হাজার হাজার ছাত্র। ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতমূলক ভূমিকারও সমালোচনা করেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও মানবসম্পদমন্ত্রী স্মৃতি ইরানি জেএনইউ ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন থাকায় ক্যাম্পাস থেকে কাউকে গ্রেফতার করতে উপাচার্যের অনুমোদন লাগবে পুলিশের। কথিত রাষ্ট্রদ্রোহে অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ও বামপন্থী ছাত্র নেতা কানহাইয়া কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাম্পাসে ফিরলো অভিযুক্ত ৫ ছাত্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ