Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

গণভোটে হেরে যাচ্ছেন মোরালেস?

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে লড়াই করার জন্য অনুমতি চেয়ে আয়োজিত গণভোটে সামান্য ব্যবধানে হেরে গেছেন। একটি জরিপে দেখা গেছে, সংবিধান সংশোধনের জন্য আয়োজিত এই গণভোটে মোরালেসের বিপক্ষে ৫২.৩ শতাংশ ভোট পড়েছে। অন্য একটি জরিপ বলছে এই হার ৫১%। গণভোট তার পক্ষে গেলে তিনি ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পেতেন। মোরালেসের দাবি, সংস্কার প্রক্রিয়া শেষ করার জন্য তার আরো সময়ের দরকার। তবে বিরোধীরা একে অগণতান্ত্রিক বলে সমালোচনা করে। ২০০৬ সাল থেকে ক্ষমতায় আছেন মোরালেস। ২০২০ সালে তার বর্তমান মেয়াদ শেষ হবে। রোববারের গণভোট তার পক্ষে গেলে তিনি ২০১৯ সালের নির্বাচনে আরো ছয় বছর মেয়াদের জন্য লড়তে পারতেন। বলিভিয়ায় তিনি ব্যাপক জনপ্রিয়। মোরালেসের ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে ৫ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে। তবে ভাইস প্রেসিডেন্ট আলবারো গার্সিয়া লিনেরা জনগণকে সরকারি ফলাফলের জন্য অপেক্ষার আহ্বান জানিয়েছেন। জনমত জরিপ, বিশেষ করে বুথ-ফেরত জরিপে ভুল হয়ে থাকে বলে সাংবাদিকদের তিনি জানিয়েছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণভোটে হেরে যাচ্ছেন মোরালেস?

২৩ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ