Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে মৃত্যুদন্ড নিষিদ্ধের আহ্বান পোপের

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গোটা বিশ্বেই মৃত্যুদন্ড নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গত রোববার ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত লাখো মানুষের সমাবেশে মৃত্যুদন্ড রদ করার আহ্বান জানিয়ে পোপ বলেন, তুমি কাউকে হত্যা করবে না। মৃত্যুদ-ের তীব্র সমালোচনা করে পোপ এদিন বিশ্বের সব ক্যাথলিক রাজনীতিবিদের উদ্দেশে তার বার্তায় চার্চের পবিত্র এ বছরে মৃত্যুদন্ড স্থগিত রাখার আহ্বান জানান। মৃত্যুদন্ড বন্ধ করতে আন্তর্জাতিক বিশ্ব একটি সর্বসম্মত সিদ্ধান্ত নিক এটিই তার চাওয়া বলে জানান পোপ। ২০ নভেম্বর পর্যন্ত চার্চের পবিত্র জুবিলি বছরকে বিশ্বে আরও বেশি সম্প্রীতি ও ক্ষমার মধ্য দিয়ে অর্থবহ করে তোলার আহ্বান জানান তিনি। একইসঙ্গে জেলের পরিবেশ উন্নত করারও আহ্বান জানিয়ে পোপ বলেন, স্বাধীনতা বঞ্চিত মানুষদের মানবিক মর্যাদাকে শ্রদ্ধা জানাতে তা করা প্রয়োজন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বে মৃত্যুদন্ড নিষিদ্ধের আহ্বান পোপের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ