Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউতে থাকলে সন্ত্রাসের ঝুঁকি বৃদ্ধির আশংকা

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লন্ডনের মেয়র তথা কনজার্ভেটিভ পার্টির নেতা বরিস জনসন ব্রিটেনের আসন্ন গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার পক্ষে প্রচার করবেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জন্য এটা একটা বড় ধাক্কা। ব্রিটিশ মন্ত্রীরা যখন ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের সদস্যপদ বহাল রাখার জন্য প্রচার শুরু করতে যাচ্ছেন তখনই মেয়র বরিস জনসনের এই সিদ্ধান্তের কথা জানা গেল। প্রধানমন্ত্রী ক্যামেরন এর আগে ঘোষণা করেছেন ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না-থাকার প্রশ্নে চলতি বছরের ২৩ জুন ব্রিটেনে গণভোট অনুতি হবে। ক্যামেরন বিবিসিকে এ কথাও বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নে থেকে ব্রিটেনের বেরিয়ে আসা (যাকে এখন বলা হচ্ছে রেক্সিট) হবে অন্ধকারে ঝাঁপ দেওয়ার শামিল।
ওদিকে, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকলে যুক্তরাজ্যে প্যারিস-ধাঁচের সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেছেন দেশটির কর্ম ও পেনশন মন্ত্রী আয়ান ডানক্যান স্মিথ। ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে প্রচার চালিয়ে আসা স্মিথ বিবিসিকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকলে যুক্তরাজ্যে গত বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে হওয়া সন্ত্রাসী হামলার মত হামলা হওয়ার দ্বার খোলা থাকবে। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ইইউয়ে প্রবেশ করা শরণার্থীরা ব্রিটেনে ঢুকে পড়তে পারে।
বিবিসির রাজনৈতিক সংবাদদাতা লরা কুয়েনসবার্গ মনে করছেন বরিস জনসনের সিদ্ধান্ত ব্রেক্সিট বা আউট শিবিরের জন্য বিরাট মনোবল বাড়ানোর কাজ করবে। উল্টোদিকে প্রধানমন্ত্রী ক্যামেরনের জন্য এটা হবে বড় একটা ধাক্কা কারণ তিনি ইতিমধ্যেই তার বন্ধু ও প্রতিপক্ষদের মধ্যে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে সওয়াল শুরু করে দিয়েছেন। লন্ডনের মেয়র বরিস জনসন গত বছর শহরের একটি নির্বাচনী কেন্দ্র থেকে পার্লামেন্টে জিতে এসেছেন।
তিনি ছাড়াও ক্যামেরন মন্ত্রিসভার আরও ছজন সদস্য আউট শিবিরকে সমর্থন জানাচ্ছেন। এমন কী লন্ডনের মেয়র পদে বরিস জনসনের উত্তরসূরী হওয়ার জন্য টোরি পার্টির প্রার্থী হিসেবে যিনি মে মাসের ভোটে লড়ছেন, সেই জ্যাক গোল্ডস্মিথও বলেছেন তিনি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পক্ষেই ভোট দেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউতে থাকলে সন্ত্রাসের ঝুঁকি বৃদ্ধির আশংকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ