Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশিক্ষিত জাতিকে অপশক্তি দমাতে পারে না চসিক মেয়র

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সুশিক্ষিত জাতিকে কোন অপশক্তি দমাতে পারে না। শিক্ষার্থীরা সুশিক্ষা অর্জন করে, সুনাগরিক হিসেবে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে। গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বাওয়া স্কুল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশে পরিণত হবে। মেয়র বাওয়া স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদের শতভাগ সাফল্য কামনা করেন।
অধ্যক্ষ মিসেস আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্য আনোয়ারুল হক চৌধুরী, জামসেদুল আলম চৌধুরী, মো. সালাউদ্দিন, সফিকুল আলম, উম্মে আবিবা আখি, আ ম স মবিন, শিমুল মুহুরী, হোসনে আরা ও হাসিনা আকতার বক্তব্য রাখেন। এছাড়া বিদায়ী ছাত্রীরা তাদের অভিমত তুলে ধরেন। পরে ১০ম শ্রেণির ছাত্রীরা ফুল দিয়ে প্রায় সাড়ে ৪শ’ ছাত্রীকে বিদায় জানায়। মেয়র নাছির বলেন, নীতিহীন, আর্দশহীন জীবনের কোন মূল্য নেই। সার্টিফিকেট নির্ভর জ্ঞান দ্বারা প্রতিষ্ঠা অর্জন করা যায় না। জীবনে প্রতিষ্ঠা অর্জন করতে হলে আধুনিক ও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ