পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় দুই বাংলাদেশী প্রবাসীকে আটক করেছে মালয় পুলিশ। একই কারণে আরো দু’জনকেও আটক করে পুলিশ বিশেষ শাখার সন্ত্রাসবিরোধী বিভাগ। মালয়েশিয়া পুলিশ গত ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সময়ে অভিযান চালিয়ে দেশটির রাজধানী কুয়ালালামপুর ও সাবাহ এলাকা থেকে ওই চারজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে এক নারীও আছেন। তাদের বয়স ২৭ থেকে ৩১ বছরের মধ্যে। মালয়েশিয়া থেকে নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। সোমবার আটকের ঘোষণা দিয়ে মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তান শ্রী খালিদ আবু বকর বলেন, ড. মাহমুদ আহমদ ও ইসনিলন হ্যাপিলনের নেতৃত্বে ফিলিপাইনে সক্রিয় আছে আইএসের একটি শাখা। ওই চারজন দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার সন্ত্রাসীদের জন্য মালয়েশিয়ার সাবাহকে একটি প্রস্থানপথ বানাতে চেয়েছিল। এই পথ ব্যবহার করে ফিলিপাইনের আইএস শাখায় যোগদান সহজ করতে চেয়েছিল তারা। কিন্তু পুলিশ সেই শাখাকে ধ্বংস করেছে।
মালয়েশিয়ার পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ও ২৮ বছর বয়সী দুই বাংলাদেশীকে গত বৃহস্পতিবার কুয়ালালামপুর থেকে আটক করা হয়। তারা বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশী আইএস জঙ্গিদের সঙ্গে জোটবদ্ধ হওয়ার অভিযোগ আছে। আটককৃত চারজনের মধ্যে প্রথম ব্যক্তিকে ১৩ জানুয়ারি মালয়েশিয়ার সাবাহর কোতা কিনাবালু এলাকা থেকে আটক করা হয়। ওই ব্যক্তি একজন ঘড়ি বিক্রেতা। তিনি ড. মাহমুদের নির্দেশে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের আইএসে নিয়োগের বিষয়টি দেখভাল করতেন। আটককৃত দ্বিতীয়জন ২৭ বছর বয়সী মালয়েশিয়ার নারী। তাকেও ১৩ জানুয়ারি কোতা কিনাবালু থেকে আটক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।