Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার ক্রিকেটাররা সংবর্ধিত

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রিকেট লিগে গেল মৌসুমে রানার্সআপ হয়েছে ঢাকা বিভাগ। শুধু তাই নয়, ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপাও জিতেছে তারা। তাই এ দু’বিভাগের ক্রিকেটাররা সংবর্ধিত হলেন। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে দু’দলকে সংবর্ধনা দেয় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা। বিভাগীয় কমিশনার ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি হেলালুদ্দিন আহমদের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ। দু’দলের ক্রিকেটাররা ছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রফিজউদ্দিন রফিজ, সাধারণ সম্পাদক এমবি সাইফ, যুগ্ম সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ আবদুস সালামসহ বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বৃন্দ। জাতীয় ক্রিকেট লিগের রানার্সআপ দলের প্রত্যেক সদস্যকে দু’হাজার টাকা করে এবং অনূর্ধ্ব-১৮ শিরোপা জয়ী দলের প্রত্যেককে গিফট হ্যাম্পার তুলে দেয়া হয়। অনুষ্ঠানের বক্তারা ‘ঢাকা বিভাগে খেলার মাঠ নেই’ এমন বক্তব্যে মাঠের জন্য হাহাকার করেন। এ প্রসঙ্গে হারুনুর রশিদ বলেন, ‘ঢাকায় নতুন করে মাঠ খুঁজে পাওয়ার কোন সম্ভাবনা নেই। তবে বিভাগের যে কোন জায়গায় তা পাওয়া যেতে পারে। সংস্থার কর্মকর্তারা সঠিক সিদ্ধান্ত নিলে আমরা সহযোগিতা করবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ