গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, গত বছরের ২ অক্টোবর থেকে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ শুরু হয়েছে। এটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। এই সময়ের মধ্যে ৯ কোটি ভোটার পর্যায়ক্রমে তাদের স্মার্ট কার্ড পাবেন। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও জানান, প্রথমে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর ৮টি থানা নির্বাচন অফিস যথা রমনা, উত্তরা, ক্যান্টনমেন্ট, ধানমন্ডি, গুলশান, লালবাগ, সবুজবাগ ও কোতায়ালি এলাকায় এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় বিতরণ করা হবে। তৃতীয় পর্যায়ে ৬৪ জেলার সদর উপজেলা এবং চতুর্থ পর্যায়ে অবশিষ্ট সব উপজেলায় স্মার্ট কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।
ন্যাশনাল সার্ভিস পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় বাস্তবায়ন হবে : ন্যাশনাল সার্ভিসের আওতায় এক লাখ ১০ হাজার ৩৫১ জনকে জাতিগঠন মূলক কাজে সম্পৃক্ত করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। মো. নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৩৫১ জনকে জাতিগঠনমূলক কর্মকাÐে সম্পৃক্ত করার মাধ্যমে দুই বছরের অস্থায়ী কর্মে নিযুক্ত করা হয়েছে। অস্থায়ী কর্মসংস্থান শেষে অনেকে স্থায়ী কর্মসংস্থান কিংবা আত্মকর্মী হওয়ার সুযোগ লাভ করেছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করার পরিকল্পনা সরকারের রয়েছে। আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষিত বেকার যুবকদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করেছে। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের তিন বছরে ৫৫ হাজার ৮৮৪ জন যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যার মধ্যে ৪৯ হাজার ৩০৬ জন দুই বছরের অস্থায়ী কর্মে নিয়োজিত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।