Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মশা মারতে বরাদ্দ ৩৮ কোটি টাকা

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশা মারতে চলতি অর্থবছরে ৩৭ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, চলতি ২০১৬-১৭ অর্থবছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশক নিধনে ২৬ কোটি ২৫ লাখ টাকা এবং দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধনের জন্য ১১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
রাজধানীতে বিশুদ্ধ পানির চাহিদা দৈনিক ২৩৫ কোটি লিটার : গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে মোশারফ হোসেন বলেন, রাজধানীতে বিশুদ্ধ পানির চাহিদার পরিমাণ দৈনিক ২৩০-২৩৫ কোটি লিটার। ঢাকা ওয়াসা চাহিদা অনুযায়ী বিশুদ্ধ পানি সরবরাহ করছে। বর্তমানে ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৪৫ কোটি লিটার।
শতভাগ পানি সরবরাহ : এম এ মালেকের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, ঢাকা শহরের পানি সরবরাহে নিয়োজিত ঢাকা ওয়াসা চাহিদার তুলনায় শতভাগ পানি সরবরাহ করছে। বর্তমান সরকারের সময়ে প্রথমবারের মত ঢাকা ওয়াসা চাহিদার বিপরীতে ২৪৫ কোটি লিটার পানি উৎপাদন সক্ষমতা রয়েছে ওয়াসার। তিনি বলেন, এর বাইরেও পরিবেশ বান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনার লক্ষ্যে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর সুফল রাজধানীবাসী ২০২১ সাল নাগাদ পাবেন।
দেশের ১২ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে: বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে খন্দকার মোশারফ হোসেন বলেন, দেশের ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণজনিত ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ২০০৩ সালে সমগ্র দেশের ২৭১ টি উপজেলার ৫০ লাখ নলকূপের আর্সেনিক পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১৪.৫ লাখ অর্থাৎ ২৯ শতাংশ নলকূপের পানিতে মাত্রারিক্ত (৫০ পিপিবি-এর উপরে) আর্সেনিক পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংসদ

১৬ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ