বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইবি রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী এ বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন করেন।
জানা যায়, সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর ড. মামুনুর রহমান।
বিতর্কের উদ্বোধনী দিনে ইসলামী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে, ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়কে, খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কুয়েটকে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালকে পরাজিত করে। প্রফেসর ড. মামুনুর রহমান বলেন, ‘আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতায় ঢাবি, রাবি, জাবি, জবি ও শাবিপ্রবিসহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ের ৭টি ভেন্যুতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার) বিতর্ক প্রতিযোগীতা শেষ হবে।’
ইবি প্রধান ফটক অবরোধ
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধর ও চাঁদা দাবির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রায় আধা ঘন্টা অবরোধের পরে প্রক্টরের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।