বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিয়ানীবাজার (সিলেট) উপজেলা সংবাদদাতা : বিয়ানীবাজারে অভিযোগ তদন্ত করতে গিয়ে বিবাদী পক্ষের হামলার শিকার হয়েছেন পুলিশের এক সাব ইন্সপেক্টরসহ কয়েকজন কনস্টেবল। পুলিশের বন্দুক ও গোলাবারুদ ছিনিয়ে নেয়ার চেষ্ঠাও করে তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড গুলি ছুড়ে। এ সময় এক যুবক গুলিবিদ্ধ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের মৃত হারিছ আলীর পুত্র কামরুল ইসলাম আলীনগর ইউনিয়নের কাদি মল্লিক এলাকায় মেরাজের খাল লিজ গ্রহণ করেন। পরবর্তীতে খালের দেখাশুনার দায়িত্ব দেন আলী নগর ইউনিয়নের কাদিমল্লিক গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র জুবের আহমদকে (৫০)। জুবের খাল দেখাশুনার এক পর্যায়ে খালের দখল ও মাছ তার নিয়ন্ত্রয়ণে নিয়ে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দেখা দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।