Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ড. মামুন আহমেদ সভাপতি হেলাল খান সাধারণ সম্পাদক

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল (জাসাস)-এর কমিটি ঘোষণা

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংস্কতি বিষয়ক অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে ৩০ সদস্যের কমিটি ঘোষণা করা হলেও পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ। সাধারণ সম্পাদক হয়েছেন চিত্রনায়ক-প্রযোজক হেলাল খান। এ কমিটি গঠনের ক্ষেত্রে মূল ভ‚মিকা পালন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিশিষ্ট চলচ্চিত্রকার, গীতিকার, সঙ্গীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক, চলচ্চিত্রের মেগাস্টার খ্যাত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। নতুন কমিটি গঠন নিয়ে সংগঠনটির নেতা-কর্মীদের মধ্যে বেশ উৎফুল্লতা বিরাজ করছে। তারা মনে করছেন, এবারের কমিটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং সময়োপযোগী হয়েছে। যারা সত্যিকার অর্থে শিল্প ও সংস্কৃতির সাথে জড়িয়ে আছেন। নতুন কমিটি বাংলাদেশের নিজস্ব শিল্প ও সংস্কৃতিকে দেশ ও জাতির সামনে তুলে ধরতে সক্ষম হবে। এ প্রজন্মের তরুণদের মাঝে আমাদের চিরকালীন সংস্কৃতির ধারক-বাহক হতে সহায়ক ভ‚মিকা পালন করবে। এ প্রসঙ্গে আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দেশের শিল্প ও সংস্কৃতির ক্রান্তিকালে জাসাস-এর নতুন কমিটি কার্যকর ভ‚মিকা পালন করবে বলে আমি আশা করি। তিনি বলেন, একটি দেশের সত্যিকারের পরিচয় ফুটে উঠে তার শিল্প, সংস্কৃতির মাধ্যমে। এর মাধ্যমেই বিশ্বে দেশ সম্মানজনক অবস্থানে যেতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময়ই দেশের সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়েছেন। তার সময়েই বিটিভিকে সাদাকালো যুগ থেকে রঙ্গিন যুগে প্রবেশ করানো হয়। শিশুদের মধ্যে আমাদের সংস্কৃতির বিকাশ ও এ অনুযায়ী গড়ে তুলতে তিনিই সর্বপ্রথম বিটিভির মাধ্যমে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি প্রবর্তন করেছিলেন। এ উপমহাদেশে এ ধরনের প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো এটিই প্রথম। আমাদের জাতিসত্ত¡া এবং এর সংস্কৃতির মাধ্যমেই তরুণ প্রজন্মকে গড়ে তোলার এমন উদ্যোগ অতুলনীয়। শহীদ জিয়ার এ আদর্শকে ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গঠিত হয়। আমাদের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে জাসাস বরাবরই গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। দেশীয় সংস্কৃতিকে ধারণ ও এর প্রসারে কাজ করছে। বিভিন্ন সময়ে এ সংস্থা অনাচার ও দুরাচারের বিরুদ্ধে জোরালো ভ‚মিকা পালন করেছে এবং করছে। বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন হিসেবে জাসাস আজ মানুষের কাছে সমাদৃত। এ ধারাবাহিকতা বজায় রেখেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে নতুন কমিটি ঘোষিত হয়েছে। তিনি বলেন, জাসাসকে আরও গতিশীল করতে শিল্প ও সংস্কৃতি অঙ্গনে আস্থাশীল এবং কার্যকর সদস্যদের নিয়ে নতুন কমিটি করা হয়েছে। আমি মনে করি, চলমান সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আমাদের নিজস্ব সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে নতুন কমিটি অধিক কার্যকর ভ‚মিকা পালন করতে সক্ষম হবে। শিল্প ও সংস্কৃতি অঙ্গনে প্রতিনিধিত্বকারী কমিটির অভিজ্ঞ ও তরুণ সদস্যরা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি বলেন, প্রাথমিকভাবে ৩০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটিও করা হয়েছে। অচিরেই এই দুই অঞ্চল সহ সারা দেশের কমিটি ঘোষিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্পাদক

২৭ জানুয়ারি, ২০২৩
১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ