প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: গত বছরের প্রায় দশ মাস স্টেজ শো এবং অ্যালবামের কাজ নিয়ে লন্ডনে ছিলেন ক্লোজ আপ ওয়ানের সঙ্গীতশিল্পী নোলক বাবু। ফলে দেশের মঞ্চে বা লাইভ টিভি শোতে দেখা মিলেনি তার। কিন্তু গত বছরের শেষে দেশে ফিরেই নোলক বাবু আবারো মঞ্চে ব্যস্ত হয়ে উঠেছেন। সেইসাথে নিজের নতুন একক অ্যালবাম প্রকাশ নিয়েও বেশ ব্যস্ত। নোলক বাবুর নতুন একক অ্যালবামের নাম ‘চান্দের আলো’। এতে মোট গান থাকবে বারোটি। সবগুলো গানের সুর করেছেন নোলক বাবু নিজেই। গানের কথা লিখেছেন লন্ডন প্রবাসী শাহ সোহেল আমিন। অ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন হায়দার রাসেল ও শিহান। এরইমধ্যে অ্যালবামের পুরো কাজ শেষ করেছেন নোলক বাবু। নতুন অ্যালবামের ‘আমি নামাজ পড়লাম না’ গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন নোলক। নতুন অ্যালবামের গান নিয়ে নোলক বাবু বলেন, ‘প্রতিটি গান যথেষ্ট আন্তরিকতা এবং দরদ দিয়ে সুর করেছি। যিনি গানগুলো লিখেছেন বলা যেতে পারে তার জীবনের শ্রেষ্ঠ গীতিকবিতা আমাকে দিয়েছেন। তাই প্রতিটি গান নিয়েই আমি দারুণভাবে আশাবাদী। আমার বিশ্বাস শ্রোতাদের প্রতিটি গান মন ছুঁয়ে যাবে।’ গত বছর নোলক বাবুর সর্বশেষ একক অ্যালবাম ‘আমার আকাশ’ লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছিল। তার অন্যান্য একক অ্যালবামগুলো হচ্ছে ‘সে যে কন্যা ভালো’, ‘দুই চোখে কান্দন’, ‘আনন্দ দিন’, ‘শূন্য হয়ে পূর্ণ’ ইত্যাদি। ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নোলক বাবু। তার গ্রামের বাড়ি জামালপুরে। সেখানকার ‘কলতান কঁচি কাচার মেলা’র জাকিরুল ইসলাম খান টিপুর সহযোগিতায় জামালপুরের বিভিন্ন উৎসবে গান গাইতেন নোলক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।