Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

চিরঞ্জীব মুজিব সিনেমায় দুই গানের প্লে-ব্যাকে নোলক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১১:৪৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার দুটি গানে কন্ঠ দিয়েছেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ আসরের প্রথম আসরের চ্যাম্পিয়ন নোলক। গান দুটি হচ্ছে, ‘মাঝি বাইয়া যাওরে’ ও ‘আমায় রাখতে যদি আপন ঘরে’। ‘মাঝি বাইয়া যাওরে’ গানটি আব্বাস উদ্দীনের গাওয়া। অন্যদিকে ‘আমায় রাখতে যদি আপন ঘরে’ অতুলপ্রাসাদ সেন’র কথা ও সুরে, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। দু’টি গানে কন্ঠ দিয়ে আনন্দিত নোলক। নোলক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব’-এ দুটি গান গাইতে পেরে আমি অনেক বেশি আনন্দিত। আমার এই আনন্দ প্রকাশের ভাষা নেই। আমি অনেক অনেক কৃতজ্ঞ শ্রদ্ধেয় সুরকার, সঙ্গীত পরিচালক ইমন সাহা স্যারে’র কাছে। তিনি আমার উপর আস্থা রেখেছেন, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। উপমহাদেশের দু’জন কিংবদন্তী সঙ্গীতশিল্পী আব্বাস উদ্দিন ও হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমার কন্ঠে শ্রোতারা নতুন করে শুনতে পাবেন, এটা আমার জন্য অনেক বড় বিষয়। শিল্পীদের জীবনে সবসময় ভালো গান করার সুযোগ আসেনা। আল্লাহর অশেষ রহমতে আমার সেই সুযোগ এসেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্লে-ব্যাকে নোলক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ