Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্ণফুলী প্রকল্প শেখ হাসিনার নামে করার প্রস্তাব চসিকের

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের অধীন রাঙ্গুনীয়াস্থ পোমরায় নির্মিত পানি শোধনাগারটি ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ বা ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নামকরণের প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
গতকাল (রোববার) কর্পোরেশনের নির্বাচিত ৫ম পরিষদের ১৮ তম সাধারণ সভায় এ প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় নগরীতে বসবাসরত হতদরিদ্র ও দরিদ্র সকল জনগোষ্ঠীকে ‘পৌরকর’ আওতামুক্ত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।
উল্লেখ্য, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার পর নভেম্বর মাস থেকে নগরীতে দৈনিক অতিরিক্ত ১৪ কোটি লিটার পানি সরবরাহ দিচ্ছে ওয়াসা। ২৯ বছর পর বাস্তবায়নকৃত চট্টগ্রাম ওয়াসার এ প্রকল্পটি আগামী ১২ ফেব্রæয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রকল্পটির নাম প্রধানমন্ত্রীর নামে করার প্রস্তাব দিল সিটি কর্পোরেশন।
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্ণফুলী

৮ জানুয়ারি, ২০২৩
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২
২৪ আগস্ট, ২০২২
২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ