Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৃর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হলো বিএনপি নেতাদের ছবি

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসের সামনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়ে ছাই করেছে বিএনপির নেতাদের ছবি। গত শনিবার সন্ধ্যা ৭টার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খানের ও ১ নম্বর কাকড়াজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুর ছবি বিএনপি অফিসে ঝুলানো ছিল। ঝুলিয়ে রাখা ছবিগুলো অফিসের সামনে ভাঙচুর করে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়। পরে শরিফ পাপ্পুর নেতৃত্বে বিএনপি অফিসের সামনে হতে প্রতিবাদ মিছিল নিয়ে ঐতিহাসিক তালতলা চত্বরে গিয়ে শেষ হয়। এর প্রতিবাদে সখিপুর বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে এক প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সখিপুর উপজেলা বিএনপি’র গ্রæপিং মাথাচাড়া দিয়ে উঠেছে। উভয় গ্রæপে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, সখিপুর উপজেলা বিএনপি অফিসে শেখ মোহাম্মদ হাবিবের ছবি ঝুলানো ও নামিয়ে ফেলা নিয়ে এ সংঘাত দেখা দেয় বলে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ