Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পনের বিঘা জমির পানের বরজ পুড়িয়ে দিল দৃর্বৃত্তরা

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদাদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে ১৫ বিঘা জমির পান ক্ষেত (পানের বরজ) আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার বাগোয়ান এলাকায় এ ঘটনা ঘটে। পূর্বশক্রতার জের ধরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছেন বলে এলাকাবাসীর ধারণা। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলকাবাসী সূত্র জানায়, বাগোয়ান গ্রামে প্রায় ১৫ বিঘা জমির উপর ১২শ’ পিলি পানের বরজ বা পান ক্ষেতের চাষ করেন একই গ্রামের মকবুল মাস্টার ও তার ছেলে সুরাত, নান্নু ও মাসুদসহ কয়েজন কৃষক। শনিবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ওই পানক্ষেত বা বরজে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন সকল পানচাষীর পানবরজের ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ১৫ বিঘা জমির পানের বরজ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক মকবুল মাস্টার জানান, পরিকল্পিতভাবে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাদের পান বরজে আগুন লাগিয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পানচাষীরা প্রায় ২০ লাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পনের বিঘা জমির পানের বরজ পুড়িয়ে দিল দৃর্বৃত্তরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ