Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মগবাজার এক্সচেঞ্জের তিন হাজার টেলিফোন নাম্বার বদলে গেল ৮ ডিজিটে

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের প্রায় তিন হাজার টেলিফোন নম্বর বদলে যাচ্ছে আট ডিজিটে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) গতকাল (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৩৪৯২৪৭ থেকে ৯৩৪৯৯৯৯; ৯৩৫০০০০ থেকে ৯৩৫০৯৫৬; ৯৩৫৪১৯২ থেকে ৯৩৫৪৪৪৬; ৯৩৫৬৯৯৭ থেকে ৯৩৫৭২৫১ এবং ৯৩৫৭৫০৭ থেকে ৯৩৫৮২৭১ পর্যন্ত মোট দুই হাজার ৯৮১টি নম্বরে এই পরিবর্তন আসছে। ‘কারিগরি ত্রæটির কারণে’ এসব নম্বর সাময়িকভাবে বন্ধ রয়েছে জানিয়ে বিটিসিএল বলেছে, শিগগিরই নম্বরগুলো আবার চালু হবে এবং নতুন নম্বর হবে আট ডিজিটের। এসব নম্বরের শুরুতে ৪ যুক্ত করে নিলেই পাওয়া যাবে নতুন নম্বর। অন্য সব ডিজিট অপরিবর্তিত থাকবে। যেমন এতদিন যে ফোনের নম্বর ছিল ৯৩৪৯৯৯৯, সেটির নতুন নম্বর হবে ৪৯৩৪৯৯৯৯। আগের ৯৩৫০০০০ টেলিফোনের নতুন নম্বর হবে ৪৯৩৫০০০০। আগে যে নম্বর ছিল ৯৩৫৪৪৪৬, বদলে যাওয়ার পর তা হবে ৪৯৩৫৪৪৪৬। কবে থেকে এই পরিবর্তন কার্যকর হবে তা গ্রাহকদের জানিয়ে দেবে বিটিসিএল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মগবাজার

৩ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ