Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরুর চ্যাম্পিয়ন আফগানিস্তান

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আইসিসির আটটি সহযোগী দেশের অংশগ্রহণে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল ডেজার্টস টি-টোয়েন্টি চ্যলেঞ্জ। ৬ দিনের এই টুর্নামেন্টের শিরোপা উঠেছে আফগানিস্তানের হাতে। ফাইনালে পরশু আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব জেতে আফগানরা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড ১৩.২ ওভারে মাত্র ৭১ রানে গুটিয়ে যায়। ১০ রানে একাই ৪ উইকেট নেন মোহাম্মাদ নবি, বাকি ৬ উকেট সমানভাবে ভাগ করে নেন আমির হামজা, ফরিদ আহমেদ ও করিম জানাত। জবাবে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মাদ শাহজাদ (৪০ বলে ৫২*) ও নওরোজ মঙ্গোলের (৮ বলে ১৭*) ব্যাটে চড়েই মাত্র ৭.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ম্যান অব দ্য ফাইনাল ও টুর্নামেন্ট নির্বাচিত হন মোহাম্মাদ নবি।
টুর্নামেন্টে অংশ দেয়া বাকি দলগুলো হল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, নামিবিয়া, স্কটল্যান্ড, হংকং, নেদারল্যান্ডস ও ওমান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মরুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ