Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সিরিয়ায় শতাধিক আল কায়েদা সদস্য নিহত

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৫১ পিএম, ২১ জানুয়ারি, ২০১৭

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার একটি প্রশিক্ষণ শিবিরে মার্কিন বোমারু বিমানের হামলায় শতাধিক আল কায়েদা সদস্য নিহত হয়েছে। পশ্চিমে আলেপ্পোতে এ হামলার ঘটনা ঘটে। গত শুক্রবার পেন্টাগন অফিস থেকে এ তথ্য জানানো হয়। পেন্টাগনের তথ্যানুযায়ী, পশ্চিমে আলেপ্পোতে আল-কায়েদার একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ১০০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়। এ হামলায় সশস্ত্র মনুষ্যহীন ড্রোনও যুক্ত করা হয়েছিল বলে এতে জানানো হয়। হোয়াইট হাউসে ওবামার বিদায় মুহূর্তের মার্কিন বিমান বাহিনীর দ্বিতীয় প্রধান স্ট্রাইক এটি। গত বৃহস্পতিবার পেন্টাগনের এক খবরে বলা হয়, বি-২ চৌর্য বোমারু বিমান প্রায় ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো যুদ্ধ মিশনে অংশ হিসেবে লিবিয়ায় দুটি ট্রেনিং ক্যাম্পে আক্রমণ করতে উড়াল দেয়।
পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানিয়েছেন, শেখ সুলাইমান প্রশিক্ষণ শিবিরটি ২০১৩ সাল থেকে পরিচালনা করছে আল-কায়েদা। তিনি বলেন, এই প্রশিক্ষণ শিবিরটি ধ্বংসের মাধ্যমে চরমপন্থি ইসলামি যোদ্ধাদের এবং সিরিয়ার বিরোধীদের আল-কায়েদায় যোগ দেওয়া অথবা তাদের সহযোগিতা করতে নিরুৎসাহিত করবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, একটি বি-৫২ বোমারু বিমান ও চালকবিহীন যুদ্ধবিমান থেকে মোট ১৪টি বোমা ফেলা হয়েছে। হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত হয়নি, এ ব্যাপারে সর্বোচ্চ আস্থা রয়েছে। প্রসঙ্গত, সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ইসলামিক স্টেটকে উচ্ছেদে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জোট স্থানীয় বাহিনীকেও সহযোগিতা করছে। তবে ইসলামিক স্টেটকে হটানোর পর শাসনমুক্ত ওই সব এলাকায় আল-কায়েদার রাজত্ব কায়েম হতে পারে আশঙ্কা রয়েছে। নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ