Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু হত্যার পর ত্রিশ বছরে এ দেশে কোন উন্নয়ন হয়নি -আ ক ম মোজাম্মেল হক

এমপি শওকত মোমেন শাহজাহানের স্মরণ সভা

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পর ত্রিশ বছরে এ দেশে কোন উন্নয়ন হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর দশ বছর জিয়াউর রহমান, দশ বছর এরশাদ ও দশ বছর খালেদা জিয়া এ দেশকে শাসন করেছে। তারা এ দেশে কোন উন্নয়নই করেনি। এমনকি জনগণের মৌলিক চাহিদা পূরণে কোন ভূমিকা রাখেনি। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর সারাদেশে নজিরবিহীন উন্নয়ন হয়েছে। তিনি বলেন, জনগণের চাহিদা মোতাবেক নিজ নিজ আসনে উন্নয়ন করলে ভোট চাইতে হয় না, জনগণ এমনিতেই ভোট দিয়ে দেয়। ঘুমিয়ে স্বপ্ন দেখলে চলবে না বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সখিপুর ডাকবাংলো চত্বরে স্থানীয় আ’লীগের আয়োজনে মরহুম এমপি শওকত মোমেন শাহজাহানের ৩য় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সখিপুর উপজেলা আ’লীগ সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মরহুম এমপি পুত্র স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়, সখিপুর উপজেলা চেয়ারম্যান, আ’লীগ সম্পাদক শওকত শিকদার, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, সখিপুর পৌর মেয়র আবু হানিফ আজাদ, প্রকৌশলী আতাউল মাহমুদ, সখিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গনি, ইউসিসিএ চেয়ারম্যান সুলতান শরীফ পান্না প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ