বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে ছয় বছরে একই পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার পানিতে ডুবে আবদুল্লাহ (৩) নামে আরো এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মোল্লাবাড়ির সামনের পুরাতন ওই পুকুরটিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশু প্রবাসী শহীদ মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মোল্লাবাড়ির সামনের এ পুকুরের পানিতে ডুবে গত ৬ বছরে শিশু আবদুল্লাসহ একই বাড়ির চার শিশুর মৃত্যুর ঘটনায় পুকুরটি নিয়ে স্থানীয়রা আতঙ্কিত। জানা গেছে, ২০১১ সালে একই বাড়ির প্রবাসী শেখ আবদুল মোল্লার ছেলে সিয়াম (৩) ও কৃষক আলী মোল্লার ছেলে পাভেল এবং ২০১৩ সালে একই বাড়ির প্রবাসী কামাল মোল্লার মেয়ে ফারহানার (২.৫) মৃত্যু হয়। গতকাল শুক্রবার দাদার সাথে মসজিদে যাওয়ার সময় পুকুরে পড়ে মৃত্যু হয় আবদুল্লাহ’র। একই পুকুরে বারবার শিশু মৃত্যুর ঘটনায় বৃহৎ এ পুকুরটি এখন শিশু খেকো পুকুর হিসেবে এলাকায় পরিচিতি লাভ করছে। এদিকে শিশু আবদুল্লাহ’র মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।