বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, লোক দেখানো দেশপ্রেম নয়, দেশপ্রেম অন্তরে ধারণ করে মানবতার কল্যাণে নিবেদিত হতে হবে। ত্যাগ ও পরিশ্রম ছাড়া প্রতিষ্ঠা লাভ করা সম্ভব নয়। গতকাল (বৃহস্পতিবার) ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এন্ড ম্যাট্স এর শিক্ষার্থীদের বিদায় ও বরণ এবং শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।
সিটি মেয়র শিক্ষার্থীদের ত্যাগ ও পরিশ্রম সমন্বয় করে দেশপ্রেম ধারণ করে মানসম্মত টেকনিক্যাল জ্ঞান অর্জন করার উপর জোর দেন। কারণ টেকনিশিয়ানদের রিপোর্টের উপর রোগ নির্ণয় নির্ভর করে। ভুল রিপোর্ট পরিবেশিত হলে রোগীর জীবনে অন্ধকার নেমে আসতে পারে। মেয়র বলেন, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এন্ড ম্যাট্স এ বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন, বিএসসি ইন ফিজিওথেরাপী, বিএসসি ইন রেডিওলজি এন্ড ইমেজিং, বিএসসি ইন নার্সিং ও বিএসসি ইন ডেন্টিস্ট্রি কোর্স চালু করার বিষয়টি বিবেচনাধীন আছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়–য়া। অনুষ্ঠানে ডা. পলাশ দাশ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৮০ হাজার টাকা মূল্যের শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন মেয়র। এ ছাড়াও নবীণদের ফুল দিয়ে বরণ করেন প্রবীণ শিক্ষার্থীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।