বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ঈদ উল আযহা মুসলমানদের দ্বিতীয় প্রধান ঈদ উৎসব। এই ঈদে আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য আমরা পশু কোরবানী করে থাকি। স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণমুক্ত পরিবেশে কোরবারিন পশু বেচাকেনা করতে হবে।
গতকাল বৃহস্পতিবার নুর নগর হাউজিং এস্টেট পশুর বাজার পরিদর্শনকালে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, করোনাকালে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান এবং রীতিনীতি পালনের ধরণ পাল্টে গেছে। নগরীতে চসিক নির্ধারিত কোরবানি পশুর হাটগুলোতে সংক্রমণ প্রতিরোধে সুষ্ঠুব্যবস্থাপনার আওতায় এনে স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে।
পরিদর্শনকালে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ রহিম সওদাগর, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার, মো. তসকির আহমদ, মোহাম্মদ আলী আব্বাস তালুকাদর উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।