পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৪১ হাজার কোটি টাকা। গত কয়েক মাস ধরে পুঁজিবাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। এ সময় বাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গত এক মাসে ডিএসইর সার্বিক মূল্য সূচক বেড়েছে প্রায় ৫০০ পয়েন্ট। লেনদেন উঠে এসেছে হাজার কোটি টাকারও বেশি। এতে বাজার মূলধন বাড়তে শুরু করেছে। গত এক মাসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে প্রায় ২২ হাজার ৪২৭ কোটি টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাজার মূলধন বেড়েছে ১৯ হাজার ২৮২ কোটি টাকা। অর্থাৎ দুই বাজার মিলিয়ে বাজার মূলধন বেড়েছে ৪১ হাজার ৭০৯ কোটি টাকা। ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে ডিএসইর বাজার মূলধন তিন লাখ ৫৯ হাজার ২৬৯ কোটি ৫৭ লাখ টাকা। এক মাস আগে ১৪ ডিসেম্বর বাজার মূলধন ছিল তিন লাখ ৩৬ হাজার ৮৪২ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২২ হাজার ৪২৭ কোটি টাকা। এক বছর আগের তুলনায় বাজার মূলধন বেড়েছে ৪০ হাজার কোটি টাকা। ২০১৬ সালের ১২ জানুয়ারি বাজার মূলধনের পরিমাণ ছিল তিন লাখ ১৮ হাজার ৬২৩ কোটি টাকা। সিএসইর তথ্যে দেখা গেছে, বর্তমানে সিএসইর বাজার মূলধন দুই লাখ ৯১ হাজার ৯৮১ কোটি টাকা। এক মাস আগে যার পরিমাণ ছিল দুই লাখ ৭২ হাজার ৬৯৯ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ১৯ হাজার ২৮২ কোটি টাকা। এক বছরে বেড়েছে ৩৯ হাজার কোটি টাকা। বাজার মূলধন বাড়ার পেছনে বিদেশী বিনিয়োগ থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের অবদান রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ২০১০ সালের ধসের পর দীর্ঘ সময়ের মন্দা বাজারে যেসব বিনিয়োগকারী বাজারে লেনদেনে ছিলেন না তারা আবার বাজারমুখী হচ্ছেন। বর্তমান বাজারে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়াচ্ছেন। পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগও বাড়ছে। একাধিক মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত এক মাসে বিনিয়োগকারীদের মার্জিন ঋণে নেয়ার পরিমাণ আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। অনেকেই মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করছেন। তথ্য বিশ্লেষণে দেখা যায়, সদ্য গত বছরের শেষদিক থেকেই তাদের বিনিয়োগ বাড়ছে। ২০১৬ সালে বিদেশি বিনিয়োগকারীরা পাঁচ হাজার ৫৭ কোটি টাকার শেয়ার কিনেছেন। আর বিক্রি করেছেন তিন হাজার ৭১৬ কোটি টাকার শেয়ার। ফলে বিদেশিদের নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৩৪০ কোটি টাকা। যার পরিমাণ ২০১৫ সালে ছিল ১৮৫ কোটি টাকা। একইসঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগও বাড়ছে শেয়ারবাজারে। এসবের সম্মিলিত ফল হিসেবে বাড়ছে বাজার মূলধন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।