Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপযুক্ত গল্প ও নির্মাতা না পাওয়ায় চলচ্চিত্রে নিয়মিত হইনি : ফারহানা মিলি

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মনপুরা সিনেমাটি ২০০৯ সালে মুক্তি পায়। এই এক সিনেমা দিয়েই রাতারাতি তারকা বনে যান অভিনেত্রী ফারহানা মিলি। সবাই ভেবেছিল চলচ্চিত্র নতুন এক তারকার জন্ম হলো। তবে তাদের এ আশা পূরণ হয়নি। মিলি চলচ্চিত্রে নিয়মিত হননি। নাটকে নিয়মিত অভিনয় করছেন। তবে তার ইচ্ছা ছিল চলচ্চিত্রে নিয়মিত হওয়া। হলেন না কেন? এমন প্রশ্নের জবাবে মিলি বলেন, মনপুরায় অভিনয়ের পর অসংখ্য সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু সিনেমাগুলোর গল্প কিংবা চিত্রনাট্য পড়ে আমার মন টানেনি। নিজে সন্তুষ্ট হতে না পারলে দর্শক সন্তুষ্টির কথা ভাবি কেমন করে! তাই কাজ করা হয়নি। মিলি বলেন, আবার এমনও হয়েছে, গল্প ভালো লেগেছে, কিন্তু নির্মাতার ওপর ভরসা করতে পারিনি। তবে আমি সবসময় চেয়েছি চলচ্চিত্রে কাজ করতে। মনে হয়েছে, যদি জেনে বুঝে কাজ না করি তবে ছোটপর্দায় আমার চাহিদা হারাবো। এতে দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হবো। এ চিন্তা থেকেই চলচ্চিত্রে কাজ করা হয়নি। চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আমার আছে। মনের মতো সবকিছু পেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করবো। উল্লেখ্য, মিলি এখন নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে কয়েকটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। এর মধ্যে রয়েছে সিনেমাওয়ালা, ফেব্রæয়ারির আল্পনা, পোস্ট গ্র্যাজুয়েট ইত্যাদি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ