Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোপার আরো কাছে পিএসজি, বায়ার্ন

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৩:২৭ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০১৬

স্পোর্টস ডেস্ক : ম্যাচ বাকি এখনো ১১টি, তা থেকে মাত্র ১০ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)’র। পরশু ঘরের মাঠে জøাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে রেইমসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে লঁরা বøাঁর দল। ২৭ ম্যাচে ফরাসি চ্যাম্পিয়নদের সংগ্রহ ৭৩ পয়েন্ট। সমান ম্যাচে দ্বিতীয় অবস্থানে থাকা মোনাকোর পয়েন্ট ৪৯! ওদিকে বুন্দেসলিগায় অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বায়ার্ন মিউনিখও। পরশু ডার্মস্টেডের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থাকার পরও মুলারের জোড়া আঘাতের পর ভেভান্দভস্কির লিগ সর্বোচ্চ ২২তম গোল জয় নিশ্চিত করে চ্যাম্পিয়নদের। ওভারহেড কিক থেকে এদিন দৃষ্টিনন্দন একটি গোল করেন মুলার। পেপ গার্দিওলার দলের এই জয় জুভেন্টাসের বিপক্ষে কাল মাঠে নামার পূর্বপ্রস্তুতিও বলা যায়। একই সাথে লিগে তাঁদের পরের অবস্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সাথে পয়েন্ট ব্যবধান দাঁড়ালো ১১।
এক নজরে ফল
ফ্রেঞ্চ লিগ ওয়ান
পিএসজি ৪-১ রেইমস
অঁজার্স ২-৩ মন্তপিলার
লরিয়েন্ত ৪-৩ গুঁগ্যাম্প
মোনাকো ৩-১ টায়োস
তলুস ১-১ আজাসিও
জার্মান বুন্দেসলিগা
ম’গøাবাখ ১-০ কোলন
বায়ার্ন মিউনিখ ৩-১ ডার্মস্টেড
ইঁগোলস্টেড ২-০ ওয়ের্ডার ব্রিমেন
হার্থা বালিন ১-১ ভল্ফসবুর্গ
হফেনহেইম ৩-২ মেইঞ্জ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিরোপার আরো কাছে পিএসজি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ