বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : কলেজ ছাত্র পুত্রকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পিতা আবুল সরকার (৪৮)। গত সোমবার রাতে মারাত্মক সন্ত্রাসপ্রবন এলাকা নরসিংদীর দত্তপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, নরসিংদী বাজার বণিক সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন বাবুল সরকার নামে দত্তপাড়ার একজন প্রার্থী। একই এলাকার ভোটার হিসেবে তার সমর্থক রিপন সরকারের লোকজন আবুল সরকারের পুত্র ও নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম সরকারকে বাবুল সরকারের পক্ষে নির্বাচন করার জন্য চাপ দেয়। কিন্তু সাইফুল সরকার বাবুল সরকারের নির্বাচন না করে তার এক প্রতিদ্বন্দীর পক্ষে নির্বাচন করেন। এতে বাবুল সরকার ও রিপন সরকারের লোকজন সাইফুলের উপর ক্ষিপ্ত হয়। গত সোমবার রাত পৌনে ৯ টায় সাইফুল বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা বাবুল সরকার ও রিপন সরকারের লোকজন তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতারি মারধর করে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ অবস্থায় সে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এসময় বাজার থেকে বাড়ি ফিরতে গিয়ে তার পিতা আবুল সরকার দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখে সন্ত্রাসীরা তার ছেলেকে মারধর করছে। এ অবস্থায় পিতা আবুল সরকার তার পুত্র সাইফুলকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকেআটক করে ফেলে। এসময় কয়েকজন সন্ত্রাসী তাকে ঝাপটে ধরে রাখে এবং ফরহাদ নামে একজন সন্ত্রাসী তাকে প্রচন্ডভাবে ছুরিকাঘাত করে। মারাত্মক রক্তাক্ত অবস্থায় আবুল সরকার মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তার অবস্থা সংকটাপন্ন দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ অবস্থায় তাকে জরুরী ভিত্তিতে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তাররা জানিয়েছে আহত আবুল সরকারের শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণের কারনে তার অবস্থা খুবই সংকটাপন্ন। ৭২ ঘন্টা না পেরোলে কিছু বলা যাবেনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।