Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসিকে ডিজিটাল হাজিরা চালু

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি করপোরেশনে ডিজিটাল হাজিরা ব্যবস্থা গতকাল থেকে চালু করা হয়েছে। বিকেলে নগরভবনে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো: নিযাম উল আযীম আনুষ্ঠানিকভাবে এ হাজিরা ব্যবস্থার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে মহাপরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নে ডিজিটাল হাজিরা প্রবর্তনের মাধ্যমে রাজশাহী সিটি করপোরেশন এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে কর্মচারীদের সময়সমতো অফিসে আসা যাওয়া নিশ্চিতকরণের এ উদ্যোগ রাসিকের কর্মকাÐকে আরও গতিশীল করবে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের কর্মনিষ্ঠা, সময়নিষ্ঠা ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। কাজের প্রতি আন্তরিক থেকে অফিসকে রাজনীতি মুক্ত রেখে সঠিক সময়ে অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন তিনি। তিনি বলেন, দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং সকলকে এই হাজিরার আওতায় আসতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ