Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলতি অর্থ-বছরের প্রথম ৬ মাস কৃষি ঋণ লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ অর্জিত

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : চলতি ২০১৬-১৭ অর্থ-বছরের প্রথম ৬ মাসে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থ-বছরে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১৭ হাজার ৫৫০ কোটি টাকা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বর শেষে ব্যাংকগুলো মোট ১০ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যা লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, কৃষিখাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ অর্জিত হয়েছে। ব্যাংকগুলোর গ্রামীণ পর্যায়ে শাখা কম থাকে। তাই তারা ক্ষুদ্রঋণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ঋণ বিতরণ করে। এটি সময়মতো হচ্ছে কিনা তা আমরা নিয়মিত তদারকি করি। এজন্য সরকারি ব্যাংকগুলোর সাথে আমরা প্রতি মাসে একবার সভা করি। আর বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত মিটিং করি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কৃষি খাতের ঋণে সুদের হার তুলনামূলক কম হওয়ায় ব্যাংকগুলো ঋণ বিতরণে তেমন আগ্রহ দেখায় না। তাই ব্যাংক যাতে কৃষি খাতে ঋণ বিতরণ নিশ্চিত করে সে বিষয়ে গত অর্থ-বছরে শুরুতে নতুন নীতিমালা করে বাংলাদেশ ব্যাংক। ওই নীতিমালা অনুযায়ী গেল অর্থ-বছরে ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। আর তাতে বেশ ভালো ফলাফল মিলেছে। গত বছর করা নীতিমালা অনুযায়ী, কোনো ব্যাংক কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলে অনার্জিত অংশের পুরোটাই বাংলাদেশ ব্যাংকে বাধ্যতামূলক জমা রাখার কথা। আর এ অর্থের উপর কোনো সুদও দেবে না বাংলাদেশ ব্যাংক। এর আগে অনার্জিত অংশের ৩ শতাংশ জমা রাখতে হতো। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, গত অর্থ-বছর ব্যাংক খাতে ১৬ হাজার ৪০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষমাত্রা ছিল। অর্থ-বছরে শেষে দেখা গেছে, ব্যাংকগুলো বিতরণ করে ১৭ হাজার ৭১২ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার ১০৮ শতাংশ। গেল অর্থ-বছরে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ২৯০ কোটি টাকা। আর বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য নির্ধারিত ছিল ৭ হাজার ১১০ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ