পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : মিসরের একটি চেকপোস্টে একদল সন্ত্রাসীর হামলায় আট পুলিশ নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিউ ভ্যালি গভর্নরেটের আল নাকবের একটি চেকপয়েন্টে ওই হামলার ঘটনা ঘটে। খবরে বলা হয় ওই হামলায় আরো তিনজন আহত হয়েছে। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত সোমবার দিবাগত রাতে একদল সন্ত্রাসী ওই চেকপোস্টে হামলা চালায়। সেসময় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই সন্ত্রাসী নিহত হয়। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের আটক করতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। কি কারণে ওই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।