Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে ছাগলনাইয়ায় দু’গ্রæপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাকিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার আলোকদিয়া গ্রামের তেমুহনী এলাকায়। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের চরলালা গ্রামের হারুন মাঝির পুত্র আবু তাহের গংদের সাথে ফরহাদনগর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রাশেদা আক্তারের পুত্র রাসেল গংদের সাথে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন ধরে রাসেল নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে আবু তাহেরের করাতকলে গিয়ে তার কাছে দু’লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ঘটনার দিন সন্ধ্যায় তেমুহনী এলাকায় আবু তাহেরের চাচাতো ভাই পল্লী চিকিৎসক ও বিকাশ এজেন্ট নুর মোহাম্মদকে (৪৫) তার দোকানে গিয়ে মারধর করে ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে দু’গ্রæপের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রæপের নুর মোহাম্মদ (৪০), জয়নাল (২৮), রাসেল (৩০), অপু (১৮) ও মুক্তারসহ (২৫) পাঁচজন গুরুতর আহত হয়। ছাগলনাইয়ার ঘোপাল তদন্ত কেন্দ্র ও ফেনীর সদর উপজেলার বোগদাদিয়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ