বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর পরিবেশ অধিদফতরের ডিডি সায়েতউল্লাহর বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ইটভাটা মালিকদের নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহত্তর ফরিদপুর জেলা নিয়ে গঠিত ফরিদপুরের পরিবেশ অধিদফতর। জেলাগুলো হবেÑ ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও রাজবাড়ী। ৫ জেলায় মোট ১০৪টি ইটভাটা রয়েছে। যার মধ্যে অধিকাংশ ইটভাটা নিয়মনীতিবর্হিভূত। যেমনÑ বেশিরভাগ ইটভাটাই ফসলি জমির ওপর। পরিবেশ অধিদফতরের আইনে কোনো ইটভাটা ফসলি জমির ওপর স্থাপন করতে পারবে না।
এ বিষয়ে ফরিদপুরের পরিবেশ অধিদফতরের ডিডি জানান, আমরা লাইসেন্স দেই পরিবেশ রক্ষার ওপর। ইট তৈরির লাইসেন্স দেন জেলা প্রশাসক। তিনি আরো বলেন, আমাদের মতামতের পূর্বেই জেলা প্রশাসকের কার্যালয় এলআর ফান্ডের নামে টাকা নিয়ে ইট তৈরির লাইসেন্স দিয়ে দেন। সেক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না। তিনি ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের বিষয়টি অস্বীকার করে বলেন, যারা অভিযোগগুলো করেছেন তারা অসত্য কথা বলেছেন। আমি কোনো ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করিনি।
এদিকে বৃহত্তর ফরিদপুরের একাধিক ইটভাটার মালিক জানান, ভাটায় আগুন দেয়ার পূর্বেই পরিবেশ অধিদফতরের ডিডি, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নাম ব্যবহার করে অর্থ আদায় করেছেন। তাকে টাকা না দিলে কোনো অবস্থাতেই বছরের শুরুতেই ইট তৈরি করতে দেয়া হবে না। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত এনে ইটভাটা গুঁড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়। আমরা বাধ্য হয়ে অর্থ প্রদান করি। ১০৪টি ভাটা থেকে সিজনে প্রায় অর্ধ কোটি টাকা আদায় করেছে ফরিদপুরের ডিডি।
এ বিষয়ে পরিবেশ অধিদফতরের ডিজির সাথে যোগাযোগ করলে তার ফোন (০২৮১৮১৮০০) তার পিএ রিসিভ করে বলেন, স্যার মিটিংয়ে আছেন, এখন কথা বলার সময় নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।