Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ম্যাথিউজকে জেরা পুলিশের

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

একদিন আগেই ম্যাচ-ফিক্সিং ইস্যুতে শ্রীলঙ্কা দলের পেস বোলিং কোচ অনুশা সমারানাযয়েকে-কে নির্বাসিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। গতকাল শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজকে জেরা করল পুলিশ। নিজের কোন কা-ের জন্য নয়। দলের নেট বোলার জিয়ান উইশওয়াজিত গত অক্টোবরে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে পারফর্ম না-করার প্রস্তাব দিয়েছিলেন। আর জিয়ানের সঙ্গে সমারানায়েকের সম্পর্ক ছিল। এ সম্পর্কে আরও তথ্য জানতেই লঙ্কান অধিনায়কের বয়ান রেকর্ড করেন পুলিশ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, ‘সমারানায়েকে ও জিয়ানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে। সমারানায়েকে-কে দু’ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। আর জিয়ানকে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে। ভবিষ্যতেও ও কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।’ এ বিষয়ে ম্যাথিউজের পাশাপাশি উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরা ও স্পিনার রঙ্গনা হেরাথকেও জেরা করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাথিউজকে জেরা পুলিশের

২০ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ