Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক যুগ অপেক্ষার জয়

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ২০০৫ সালের জানুয়ারিতে পার্থে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইনজামাম-উল-হকের পাকিস্তান। এরপর থেকে যে কোনো সংস্করণের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে এক যুগ ধরে কোনো জয় নেই। গতকাল মেলবোর্নে অবসান ঘটল পাকদের সেই দীর্ঘ অপেক্ষার। ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল অজিদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১এ সমতা এনেছে পাকরা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গতকাল টস জিতে ব্যাট বেছে নিয়ে ৪১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। এরপর ঘুরে দাঁড়াবে কি উল্টো আমির-ওয়াসিমদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ বল আগে ২২০ রানে গুটিয়ে যায় স্টিভেন স্মিথের দল। ১০১ বলে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক স্মিথ। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ম্যাথু ওয়েড করেন ৩৫ রান। মোহাম্মাদ আমির তিনটি এবং জুনায়েদ খান ও ইমাদ ওয়াসিম নেন দু’টি করে উইকেট।
জবাবে ৬৮ রানের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। এরপর ছোট কিন্তু কার্যকরী তিন জুটিতে ১৪ বল হাতে রেখে লক্ষে পৌঁছে যায় তারা। নিয়মিত অধিনায়ক আজহার আলী চোটের কারনে এদিন ছিলেন না। তার দায়ীত্ব কাঁধে নিয়ে ম্যাচসেরা ৭২ রানের ইনিংস খেলেন হাফিজ। শোয়েব মালিক অপাজিত থাকেন ৪২ রানে। সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার পার্থে।
অস্ট্রেলিয়া : ৪৮.২ ওভারে ২২০ (খাজা ১৭, ওয়ার্নার ১৬, স্মিথ ৬০, হেড ২৯, ম্যাক্সওয়েল ২৩, ওয়েড ৩৫, ফকনার ১৯; আমির ৩/৪৭, জুনায়েদ ২/৪০, ওয়াসিম ২/৩৭, হাসান ১/২৯, মালিক ১/১৫)। পাকিস্তান : ৪৭.৪ ওভারে ২২১/৪ (হাফিজ ৭২, শারজিল ২৯, বাবর ৩৪, মালিক ৪২*, আকমল ১৮*; স্টার্ক ২/৪৫, ফকনার ২/৩৫)। ফল : পাকিস্তান ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মোহাম্মাদ হাফিজ। সিরিজ : ৫ ম্যাচ সিরিজে ১-১ ড্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ