Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষকে ভালোবাসুন, আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসুন আল্লামা ইমাদ উদ্দিন ফুলতলী

লোকে লোকারণ্য বালাই হাওর

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর বাড়ি ফুলতলীতে গতকাল রোববার লাখো মানুষের ঢল নেমেছিল। আল্লামা ফুলতলী (র.)-এর মাজার, মাহফিলের পেন্ডাল, বাজার, রাস্তাঘাট সবই ছিল লোকে লোকারণ্য। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুলতলী অভিমুখী জনতার স্রোত ছিল চোখে পড়ার মতো। সকাল সাড়ে ১০টায় এতিমখানার হাজারো এতিমকে নিয়ে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় মাহফিলের কার্যক্রম। এরপর অনুষ্ঠিত হয় খতমে কুরআন ও দালাইলুল খায়রাত শরীফের খতম। যোহরের পূর্বেই লোকে লোকারণ্য হয় বালাই হাওর।
বাদ যোহর খতমে খাজেগান ও দুআ শেষে মুরিদীন-মুহিব্বীনের উদ্দেশ্যে তা’লীম-তরবিয়ত ও হৃদয়গ্রাহী বয়ান পেশ করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের মাতা-পিতা আমাদেরকে মানুষের মতো মানুষ হবার কথা বলেছেন। কিন্তু আমরা মানুষ হতে পারিনি। আমাদের প্রকৃত মানুষ হবার চেষ্টা করতে হবে। মেহমানকে সম্মান ও প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে। সবসময় ভালো কথা বলতে হবে। কেননা ভালো কথা হলো সদকাবিশেষ।’ তিনি বলেন, খিলওয়াত তথা নির্জনবাস অত্যন্ত জরুরী বিষয়। আমাদের পীর ও মুরশিদ হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.) বহুবার চিল্লা করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে অনেকে এখনও তরীকার চিল্লা করে থাকেন। যারা তরীকার শুগল-আশগাল ও যিকর-আযকারে নিবিষ্ট হন তাদের সতর্ক থাকা প্রয়োজন। কেননা আল্লাহর পথে অগ্রসর হলে শয়তান ধোঁকা দেয়ার চেষ্টা করে।’ বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী’র যৌথ পরিচালনায় মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্কা মুকাররামার মসজিদুল খায়র-এর সম্মানিত খতীব সায়্যিদ আল-হাবীব মুহাম্মদ আব্দুল্লাহ আল আইদারুছ, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান, উজানডিহির পীর ছাহেব মাওলানা সায়্যিদ মোস্তাক আহমদ আল মাদানী, আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী, ভারতের উত্তর প্রদেশের রামপুরের প্রখ্যাত বুযুর্গ খতীবে আ’যম আল্লামা ওজীহ উদ্দীন রামপুরী (র.)-এর সুযোগ্য উত্তরসূরি ড. শাআইরুল্লাহ খান রামপুরী, রামপুর নবাবী মসজিদের ইমাম ও খতীব, মাদরাসায়ে জামিউল উলূম ফুরকানিয়ার উস্তায হযরত মাওলানা ই’তিসামুল্লাহ খান রামপুরী, মাওলানা মাকারিমুল্লাহ খান রামপুরী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান, মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী, মুফতী মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কমরুদ্দীন চৌধুরী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা এ.কে.এম মনোওর আলী, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কাফীলুদ্দীন ছালেহী, মুফতী মাওলানা আবূ নছর জিহাদী, জালালপুর জালালিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম, সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার মুহাদ্দিছ মাওলানা বদরুজ্জামান রিয়াদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম।



 

Show all comments
  • Syed Al-Nadim ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:৪৪ পিএম says : 0
    Allah amader Buz dan korun.
    Total Reply(0) Reply
  • Khairul Huda Khan ১৬ জানুয়ারি, ২০১৭, ৫:০২ পিএম says : 0
    মাশাআল্লাহ! জৌনপুরী সিলসিলাহর উজ্জ্বলতম নক্ষত্র শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) ইলমে কিরাত, ইলমে হাদীস, ইলমে তাসাউফসহ ইলমে দীনের প্রতিটি ক্ষেত্রে যে সুবিশাল খিদমত করে গেছেন, তাঁর ঈসালে সওয়াব মাহফিলে লক্ষ লক্ষ শাগরেদ, আশেকান, ভক্ত-মুরীদের উপস্থিতি তারই একটি নমুনা মাত্র।
    Total Reply(0) Reply
  • আনহার সমশাদ ১৬ জানুয়ারি, ২০১৭, ৭:৫৬ পিএম says : 0
    উপমহাদেশের বিশুদ্ধ কোরআন পাঠের সুযোগ সৃস্টিকারি, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী(র:)এর ইসালে সওয়াব আয়োজনের সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করে দৈনিক ইনকিলাব ও সম্পাদনা কারিরা নিজেদের মর্যাদা লক্ষ লক্ষ আশেকানের মনের গহিনে ভালবাসার অধিকার করেছেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুলতলী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ