Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেলের উত্তোলন কমিছে সৌদি আরবে

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উত্তোলন কমিয়ে এনেছে অন্যতম শীর্ষ উত্তোলক দেশ সৌদি আরব। গত মঙ্গলবার দেশটির জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ বলেছেন, তারা পণ্যটির দৈনিক উত্তোলন ১ কোটি ব্যারেলের নিচে নামিয়ে এনেছেন। সৌদি জ্বালানিমন্ত্রীর তথ্যানুযায়ী, চলতি জানুয়ারি থেকে দেশটি দৈনিক ১ কোটি ব্যারেলের নিচে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করছে। এ হিসাবে দেশটিকে পণ্যটির দৈনিক উত্তোলন ৪ লাখ ৮৬ হাজার ব্যারেল কমিয়ে আনতে হয়েছে। ২০১৪ সালের মাঝামাঝি সময়ের পর থেকে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর পরের আড়াই বছর বিশ্ববাজারে পণ্যটির দাম প্রায় ৬০ শতাংশ কমে যায়। দাম আগের অবস্থায় ফেরাতে শীর্ষ তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও ওপেকবহির্ভূত কয়েকটি শীর্ষ উত্তোলক দেশ পণ্যটির উত্তোলন কমিয়ে আনতে দুটি পৃথক চুক্তি করে। চুক্তি অনুযায়ী ওপেকভুক্ত দেশগুলো দৈনিক ১২ লাখ ব্যারেল ও বহির্ভূত দেশগুলো দৈনিক ৬ লাখ ব্যারেল হারে পণ্যটির উত্তোলন কমিয়ে আনবে। গত ১ জানুয়ারি থেকে চুক্তিটির বাস্তবায়ন শুরু হয়েছে। সৌদি আরবে পণ্যটির উত্তোলন কমানোর মাধ্যমে এ চুক্তিরই প্রতিফলন ঘটল। এদিকে বৃহস্পতিবার নিউইয়র্ক ও লন্ডনে বেড়েছে পণ্যটির দাম। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) বৃহস্পতিবার ব্যারেলে ৭৬ সেন্ট বেড়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিøউটিআই) দাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৌদি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ